২০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড আনছে ক্যাপিটেক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:২৮, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

২০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড আনছে ক্যাপিটেক

newsup
প্রকাশিত মে ১৪, ২০২৩
২০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড আনছে ক্যাপিটেক

ডেস্ক নিউজ: দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ২০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বাজারে আনবে। ফান্ডটির নাম— ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। এটি হবে একটি মেয়াদি মিউচুয়াল ফান্ড। ফান্ডের উদ্যোক্তা দেশের সবচেয়ে বড় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। আলোচিত ফান্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করবে রাষ্ট্রীয় মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি)।

রবিবার (১৪ মে) রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ফান্ডের উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক এবং ফান্ডের ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। একইদিনে ফান্ডের স্পন্সর গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পদ ব্যবস্থাপক হিসেবে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডও একটি চুক্তি সই করেছে। ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।