শহীদ মিনার ও এফডিসিতে শেষ শ্রদ্ধা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৫২, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শহীদ মিনার ও এফডিসিতে শেষ শ্রদ্ধা

newsup
প্রকাশিত মে ১৫, ২০২৩
শহীদ মিনার ও এফডিসিতে শেষ শ্রদ্ধা

ডেস্ক নিউজ: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন। সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় সকাল ১০টায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন ঢালিউড ইন্ডাস্ট্রি।

ফারুকের মরদেহ মঙ্গলবার (১৬ মে) সকালে ঢাকায় পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা নিপুণ। সেই সঙ্গে জানিয়েছেন অভিনেতার শেষ শ্রদ্ধা ও দাফনের তথ্যও।

নিপুণের তথ্য মতে, ফারুকের মরদেহ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এরপর তাকে নেওয়া হবে উত্তরার নিজ বাসায়। সকাল ১১টার দিকে ফারুকের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করবে সর্বস্তরের মানুষ।

শহীদ মিনারে ঘণ্টা খানেক রাখার পর ফারুকের মরদেহ নেওয়া হবে তার দীর্ঘ দিনের কর্মস্থল, এফডিসিতে। সেখানে চলচ্চিত্রের মানুষেরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে অভিনেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বিকালের দিকে নিথর ফারুককে নিয়ে যাওয়া হবে তার নির্বাচনী এলাকা গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং এলাকার মানুষজন তার প্রতি শ্রদ্ধা জানাবেন। সবশেষে ফারুকের মরদেহ নেওয়া হবে গাজীপুরের কালীগঞ্জে। সেখানে সন্ধ্যা ৭টায় তৃতীয় জানাজা শেষে পাঠান বাড়িতে তাকে সমাহিত করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।