ট্রাভেল অ্যাওয়ার্ডসে অংশ নিচ্ছে দেশের ২৯
১৮ মে ২০২৩, ০৩:৩৪ অপরাহ্ণ

ডেস্ক নিউজ: সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসে এ বছর বাংলাদেশ থেকে তারকামানের ২৯টি হোটেল এবং রিসোর্ট মনোনয়ন পেয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)।
সাউথ এশিয়ান ট্র্যাভেল অ্যাওয়ার্ডস দক্ষিণ এশিয়ার ভ্রমণ ও পর্যটন শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি। যেখানে হোটেল বিশেষজ্ঞ এবং ট্যুরিজম শিল্প পেশাদারদের প্যানেল দ্বারা বিজয়ীদের নির্বাচিত করা হয়। সেরা অভ্যন্তরীণ গন্তব্য, সেরা আন্তর্জাতিক গন্তব্য, সেরা অ্যাডভেঞ্চার গন্তব্য এবং সেরা উদীয়মান গন্তব্যসহ বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়।
অনলাইন ভোটিংয়ের মাধ্যমে ৪৫ শতাংশ নম্বর এবং জুরি বোর্ডের কাছে পেশাদার উপস্থাপনার মাধ্যমে ৫৫ শতাংশ নাম্বারের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অক্টোবরে এই অ্যাওয়ার্ডস দেওয়া হতে পারে। ১৫টিরও বেশি আন্তর্জাতিক এবং সরকারি সংস্থা এই অ্যাওয়ার্ডটিতে সমর্থন ও সহায়তা করে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা), অ্যাসোসিয়েশন অফ প্রফেশনালস ইন ট্যুরিজম (এপিটি), অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম ট্রেড অর্গানাইজেশন, ইন্ডিয়া (এটিটিওআই), অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস (এটিএ), কলম্বো চেম্বার অফ কমার্স (সিসিসি), কনফেডারেশন অফ অ্যাক্রেডিটেড ট্যুর অপারেটরস (ক্যাটো), ফেডারেশন অফ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ শ্রীলঙ্কা।