শরীফ গাজী সিলেট : আন্তর্জাতিক রোটারী কনভেনশনে যোগদিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে শুভাগমন করছেন সিলেটের কৃতি সন্তান রোটারীয়ান মোহাম্মদ আমিনুল ইসলাম। আন্তর্জাতিক রোটারী কনভেনশনে যোগদানের জন্য আন্তর্জাতিক রোটারী ইন্টারন্যাশনালের আমন্ত্রনে তরুণ এই আয়কর আইনজীবী রোটারীয়ান মোহাম্মদ আমিনুল ইসলাম আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে দুই সপ্তাহ অবস্থান করবেন।
সিলেট রোটারী ক্লাব অব প্যারাডাইস এর প্রতিষ্ঠাকালিন প্রেসিডেন্ট রোটারীয়ান মোহাম্মদ আমিনুল ইসলাম আগামী রোটাবর্ষ ২০২৩-২০২৪ এ, সিলেট এরিয়ার পিয়াইন জোনের জোনাল কো-অর্ডিনেটর পদে মনোনিত হয়েছেন।
তিনি রোটারীর বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূণ ভূমিকা পালনসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নজরুল একাডেমী, সিলেট, এক্স ক্যাডেট (বেকা সিলেট ইউনিট), রোটারী সেন্টার, সিজিবি সহ প্রভৃতি সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি সকল শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থী। বিজ্ঞপ্তি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।