বিদায় বললেন রাইডু - BANGLANEWSUS.COM
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

বিদায় বললেন রাইডু

newsup
প্রকাশিত মে ৩০, ২০২৩
বিদায় বললেন রাইডু

স্পোর্টস ডেস্ক: রবিবার ঘোষণা দিয়েছিলেন, ফাইনাল খেলে আইপিএলকে বিদায় বলে দেবেন আম্বাতি রাইডু। গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ আইপিএল ম্যাচ তিনি স্মরণীয় করেন ৮ বলে ১৯ রানের ছোট্ট ক্যামিওতে। সোমবার চেন্নাই সুপার কিংসের হয়ে ট্রফি জিতে রূপকথার মতো সমাপ্তি! কিন্তু পরের দিন মঙ্গলবার টুইটারে এক আবেগঘন পোস্টে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি।

রাইডু তার অ্যাকাউন্টে দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘এটা আবেগঘন রাত, যার শেষ হলো বিশেষ আইপিএল জয়ে। এমন উঁচু স্থানে থেকে আমি ভারতীয় ক্রিকেটের সব ফর্ম থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। যখন শৈশবে বাড়িতে ব্যাট হাতে নিয়ে টেনিস বল দিয়ে খেলেছি, তখনও আমি কল্পনা করিনি তিন দশক ধরে এমন একটা চমৎকার যাত্রার মধ্যে দিয়ে যাবো আমি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।