যুক্তরাষ্ট্র অফিস: পুনর্নির্বাচিত হওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক ফোনালাপে তিনি এই অভিনন্দন জানান। এ সময় বাইডেনের কাছে অত্যাধুনিক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছেন এরদোয়ান। বিনিময়ে সুইডেনের ন্যাটোতে যোগদানে এরদোয়ানের আপত্তি তুলে নিতে বলেছেন বাইডেন।
হোয়াইট হাউজে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘এরদোয়ানের সঙ্গে কথা বলে তাকে অভিনন্দন জানিয়েছি আমি। তিনি এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। আমি তাকে সুইডেনের বিষয়ে চুক্তির কথা বলেছি।’
সুইডেনের ন্যাটো সদস্য হওয়া নিয়ে বাইডেন বলেন, ‘বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলেছি আমি। আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে।’
গত বছর ন্যাটো জোটের সদস্য হতে আবেদন করেছিল সুইডেন ও ফিনল্যান্ড। ইউক্রেন যুদ্ধের কারণে কোনও সামরিক জোটে যোগ না দেওয়ার তাদের দীর্ঘদিনের নীতিতে পরিবর্তন এনেছিল দেশ দুটি।
গত মাসে মার্কিন নেতৃত্বাধীন জোটটিতে যোগ দেয় ফিনল্যান্ড। তবে তুরস্কের বিরোধিতার কারণে সদস্য হতে পারেনি সুইডেন। জোটটিতে যোগ দিতে সদস্য সব দেশের সম্মতির প্রয়োজন হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।