যুক্তরাষ্ট্র সংবাদদাতা : নিউইয়রকে কুমিল্লার বসবাসরত কুমিল্লা ৬ আসনের পক্ষ থেকে কুমিল্লা জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিনূর রশীদ ইয়াসিন কে কুমিল্লা মহানগর ও কুমিল্লা বাসির পক্ষ হতে গত ৬ জুন নিউইয়রক সিটির মতিন রেস্টুরেন্টের পারটি হলে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় । ইসতিয়াক রুমির সভাপতিত্বে অনুষ্টানপরিচালনা করেন মো: বাবু ,অনুষ্টানে বক্তৃতা রাখেন মো: নাসের পালপারা,মো :জসিম, আরকু, মো:কামাল ভুইয়া লিটন,কামরূজ্জামান শামীম ,কাজী আসাদউল্লাহ । সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: তপন,মো আব্দুল হান্নান মো: সেলিম হায়দার সহ আরো অনেকে ।
উক্ত আলোচনায় হাজী ইয়াসিন বলেন কুমিল্লা কে আরো এগিয়ে নিতে হবে, ইনশাআল্লাহ আমারা সরকার ঘটন করলে কুমিল্লা বিভাগ সহ আরো মেগা প্রকল্প হাতে নেওয়া হবে,কুমিল্লা কে বাংলাদেশে একটা টুরিজম নগরী শহরে গড়ে তুলা হবে |
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।