সুইডেনে রাষ্ট্রীয় মদদে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় তালামীযে ইসলামিয়ার নিন্দা
৩০ জুন ২০২৩, ০৩:০৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ জুন পবিত্র ঈদুল আদহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমে কেন্দ্রীয় মসজিদের সামনে রাষ্ট্রীয় মদদে এক যুবকের পবিত্র কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পবিত্র কুরআন আমাদের ধর্মীয় গ্রন্থ। আমাদের আবেগ-অনুভূতি জুড়ে আছে পবিত্র কুরআনের স্থান। পবিত্র এ কিতাবের ইজ্জত-সম্মান রক্ষায় আমরা নিজেদের জান কুরবান করতে পারি। সুইডেনের কেন্দ্রীয় মসজিদের পাশে কুরআন পোড়ানো ঘটনা বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। শান্তিপ্রিয় মুসলমানদের আবেগে আঘাত করে যে বা যারা বিশ্বময় অশান্তি সৃষ্টির এ পায়তারা করছে তাদের অচিরেই আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশ্বে শান্তি বজায় রাখার তাগিদে ও এ ধরনের দৃষ্টান্তমূলক কার্যকলাপ বন্ধে মুসলিম বিশ্বকে জোরালো ভূমিকা রাখতে হবে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সরকারের জোরালো ভূমিকা রাখার আহবান জানাচ্ছি।