স্পোর্টস ডেস্ক: ৬৮ বছর হয়ে গেছে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালান বোর্ডারের। সম্প্রতি জানিয়েছেন, পারকিনসনস রোগে আক্রান্ত তিনি।
পারকিনসনস এক ধরনের নিউরো-ডিজেনারেটিভ বা স্নায়বিক রোগ। মস্তিষ্কের যে অংশ শরীরের নড়াচড়া ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এই রোগ তাতে প্রভাব ফেলে। ধীরে ধীরে শরীর নড়াচড়া করার ক্ষমতা হারাতে থাকে।
বোর্ডার জানিয়েছেন, তার এই রোগ ধরা পড়ে ২০১৬ সালে। নিউজকর্পকে বলেছেন, ‘‘আমি নিউরোসার্জনের কাছে যাওয়ার পর তিনি সরাসরি আমাকে বলে দেন, ‘আমি দুঃখিত, আপনি পারকিনসনস রোগে আক্রান্ত। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েও বোর্ডার মনে করেন, তিনি অনেকের চেয়ে শারীরিক ভাবে ভালো আছেন, ‘আমি ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে থাকা মানুষ। চাইনি আমার জন্য লোকজন দুঃখবোধ করুক। তাদের চোখে এটা পড়েছে কিনা জানি না। কিন্তু একটা সময় এটা ধরা পড়তোই। তবে আমার মনে হয় অনেকের চেয়ে খুব ভালো আছি আমি। এই মুহূর্তে মোটেও ভীত নই। ভবিষ্যৎ নিয়েও সেভাবে ভাবছি না।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।