আমেরিকাকে নিয়ে মোদির আশা

Daily Ajker Sylhet

newsup

০৫ আগ ২০২৩, ১২:২২ অপরাহ্ণ


যুক্তরাষ্ট্র অফিস: আসন্ন বিশ্বকাপে (আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩) মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা নৈশভোজে ক্রিকেট-কূটনীতি দিয়ে আমেরিকার নাগরিকদের হৃদয় জিতে নেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

গত জুন মার্কিন সফরের নৈশভোজে যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। এ প্রতিযোগিতায় আমেরিকা যোগ্যতা অর্জন করতে পারবে, এমনটাই আশা করেন তিনি। তার শুভেচ্ছাবার্তায় আপ্লুত হন উপস্থিত দর্শকরা। এই খবর জানিয়েছে ভারতের পত্রিকা ইন্ডিয়া টাইমর্স।

ভারতের প্রধানমন্ত্রী বাইডেনকে বলেছিলেন, বেসবলের প্রতি আমেরিকার ভালোবাসা রয়েছে। আবার এ দেশে ক্রিকেট খেলাটিও জনপ্রিয় হচ্ছে। আমেরিকার ক্রিকেট দল ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যোগ্যতা পর্বের ম্যাচ খেলুক। তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।