ভারত প্রতিনিধি: স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা গোটা ভারত। মঙ্গলবার ৭৭ বছরে পা দিল ভারতের স্বাধীনতা। প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে স্বাধীনতা দিবস উদযাপনে চলছে নানা অনুষ্ঠান। লোকসভা ভোটের আগে স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার বিষয়ে স্পষ্ট আশাবাদী তিনি। প্রত্যয়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ঘোষণা দেন, আগামী বছর আবার এই লালকেল্লায় তিনি বক্তৃতা দিতে আসবেন। দেশের মানুষের আশা-আকাঙ্খা, সাফল্য, উন্নয়নের কথা তুলে ধরবেন।
নরেন্দ্র মোদি বলেন, আপনাদের কথা দিচ্ছি, পাঁচ বছরের মধ্যে বিশ্বের তিন বৃহৎ অর্থনীতির মধ্যে অন্যতম হবে ভারত। ২০১৪ সালে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলাম। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্মের মাধ্যমে সেই প্রতিশ্রুতিকে বদলে দিয়েছি। আগামী বছরের ১৫ আগস্টের দিন দেশের সাফল্য, আপনাদের সামর্থ্য ও উন্নতির কথা বলতে আবার এই লালকেল্লায় আসব।
লালকেল্লা থেকে কার্যত ২০২৪ সালের নির্বাচনের সুর বেঁধে দিতে চাইলেন তিনি। স্পষ্ট বোঝাতে চাইলেন, আসন্ন লোকসভা ভোটে আবার সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে তার দল। আবার সরকার গড়তে চলেছে এনডিএ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।