ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুবক্তা আললামা দেলওয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন প্রবাসের প্রথম পূরণাংগ অনলাইন ডেইলি বাংলানিউজইউএসডটকম, সাপ্তাহিক সুসময় ও মাসিক মদিনা ইউএসএ পরিবারের সকল সদস্য । সম্পাদনা বোর্ডের পক্ষে এই তিনটি পত্রিকার কর্ণধার মাহফুজুর রহমান মাহফুজ আদনান এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। শোক বার্তায় তিনি বলেন, আললামা দেলওয়ার হোসেন সাঈদীকে হারিয়ে বাংলাদেশ তথা মুসলিম বিশ্ব হারালো এক আলোকিত কোরআনের পাখি কে । তার সুললিত কন্ঠের তাফসির বা বয়ান বাংলার মানুষকে দিয়েছে ইসলামের এক শীতল পরশ । তার স্থান কখনও পূর্ণ হবার নয় । মহান আল্লাহ তাআলা যেন এই কোরআনের পাখিকে জাননাতুল ফেরদৌস দান করেন । আমিন ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।