নিউইয়রকে ব্রিটেন ও ইউরোপের মিডিয়া ব্যক্তিত্ব রিয়াদ আহাদের সাথে কমিউনিটির বিশিষ্টজনদের মতবিনিময় - BANGLANEWSUS.COM
  • ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

নিউইয়রকে ব্রিটেন ও ইউরোপের মিডিয়া ব্যক্তিত্ব রিয়াদ আহাদের সাথে কমিউনিটির বিশিষ্টজনদের মতবিনিময়

newsup
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৩
নিউইয়রকে ব্রিটেন ও ইউরোপের মিডিয়া ব্যক্তিত্ব রিয়াদ আহাদের সাথে কমিউনিটির বিশিষ্টজনদের মতবিনিময়

বিশেষ প্রতিবেদক : বাংলানিউজইউএসডটকমের উপদেষ্টা ও সাবেক প্রধান সম্পাদক, ব্রিটেনের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিততো ও উপস্থাপক রিয়াদ আহাদের সাথে মতবিনিময় করেছেন সিটির বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনরা । সিটির জ্যাকসন হাইটসের ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের কারযালয়ে ও সাপ্তাহিক সুসময় পত্রিকার সার্বিক ব্যবসথাপনায় অনুষঠিত মতবিনিময়ে মধ্যমণি ছিলেন যুক্তরাষ্ট্রে সফররত বিঅনটিভি ইউকের চেয়ারপারসন ও অন্যতম উদ্যোকতা আলহাজ্ব সুমন চৌধুরী । গত ১৮ আগষ্ট থেকে ৩০ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পারিবারিক সফরে আসা রিয়াদ আহাদের সাথে তাৎক্ষনিক এ মতবিনিময়ে উপসথিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার বিশেষ প্রতিনিধি ও প্রবাসী কমিউনিটি নেতা কয়সর রশীদ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতা ময়নুর রহমান সুয়েব, কুলাউড়া এসোসিয়েশন অব আমেরিকার রেজাউল করিম রেনু, বাংলানিউজইউএসডটকম ও সাপ্তাহিক সুসময় সম্পাদক মাহফুজ আদনান প্রমুখ । আলোচনা শেষে সবাই মধ্যানহ ভোজে অংশ নেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।