মধ্যপ্রাচ্য ডেস্ক : সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার পর সৌদি আরব ছেড়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের একটি প্রতিনিধি দল। সৌদি কর্মকর্তাদের সঙ্গে পাঁচ দিনের আলোচনার পর রিয়াদ ছেড়েছেন তারা। ইয়েমেনের সংঘাত অবসানে যুদ্ধবিরতি চুক্তির জন্য এই আলোচনা প্রক্রিয়া চলছে। শিগগিরই তারা আবার আলোচনায় বসবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ও হুথিদের পরিচালিত সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
হুথিদের আল মাসিরাহ টিভি জানিয়েছে, সৌদি আরবে আলোচনা পর মঙ্গলবার হুথি প্রতিনিধি দল ও ওমানের মধ্যস্থতাকারীরা ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছেন।
দুটি সূত্র জানিয়েছে, বিদেশি সেনা প্রত্যাহার ও সরকারি কর্মীদের বেতন প্রদানের প্রক্রিয়াসহ হুথি ও সৌদি আরবের মধ্যে কয়েকটি প্রধান বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। শিগগিরই তারা আবার আলোচনায় বসবেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।