নারীর ছুরির আঘাতে আহত ‘সুপার জুনিয়র’ গায়ক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:৫৪, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নারীর ছুরির আঘাতে আহত ‘সুপার জুনিয়র’ গায়ক

newsup
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৩
নারীর ছুরির আঘাতে আহত ‘সুপার জুনিয়র’ গায়ক

নিউজ ডেস্ক: লক্ষ্য ছিল আরেক অভিনেতা। সেই অভিনেতার দিকে ছুরি হাতে তেড়ে যাচ্ছিলেন এক নারী, তাঁকে আটকাতে গিয়ে ছুরির আঘাত পেয়েছেন কোরীয় ব্যান্ড সুপার জুনিয়রের গায়ক কিয়োহিয়োন। খবর বার্তা সংস্থা ইয়োনহ্যাপের।

গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে সিউলের এক মিউজিক্যাল থিয়েটারের ড্রেসিংরুমে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে করা হচ্ছে। ওই নারীর নাম প্রকাশ করা হয়নি, তাঁর বয়স ৩০ বছর।

ওই নারী মূলত ড্রেসিংরুমে থাকা কোরীয় অভিনেতা মাগক ডংয়ের দিকে ছুরি নিয়ে তেড়ে এসেছিলেন। পাশে থাকা কিয়োহিয়োন তাঁকে আটকাতে গিয়ে আঙুলে ছুরির আঘাত পেয়েছেন।
কিয়োহিয়োনের এজেন্সি আনটেনা এক বিবৃতিতে জানিয়েছে, তাঁকে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হয়েছে। সেই নারী কেন ছুরি হাতে নিয়ে তেড়ে এলেন, তা এখনো জানা যায়নি। পুলিশ কর্মকর্তা বলেন, অভিনেতা মাগক ডংয়ের সঙ্গে তাঁর কোনো সম্পর্কও নেই।

ওই নারী ছুরিটি কোথা থেকে কিনেছেন, তা জানতে কাজ কাজ করছে পুলিশ। তিনি মানসিকভাবে অসুস্থ আছে কি না, তা–ও জানার চেষ্টা করছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।