লন্ডনে ব্যাপক ধরপাকড়, সপ্তাহের ব্যবধানে বাঙালী পাড়ায় ইমিগ্রেশন রেইড – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:১৫, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

লন্ডনে ব্যাপক ধরপাকড়, সপ্তাহের ব্যবধানে বাঙালী পাড়ায় ইমিগ্রেশন রেইড

newsup
প্রকাশিত মে ১৮, ২০২৪
লন্ডনে ব্যাপক ধরপাকড়, সপ্তাহের ব্যবধানে বাঙালী পাড়ায় ইমিগ্রেশন রেইড

ডেস্ক রিপোর্ট: কাগজপত্র বিহীন অবৈধ অভিবাসী গ্রেপ্তার করতে লন্ডনে নিয়মিত চলছে ইমিগ্রেশন রেইড। প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও চলছে ধরপাকড়। মাত্র সপ্তাহের ব্যবধানে পূর্ব লন্ডনের শেডওয়েলে মেগা অভিযান চালিয়েছে ইউকে বর্ডার এজেন্সি। ৯ই মে বৃহস্পতিবার চ্যাপম্যান স্ট্রিটের বাংলাদেশি মালিকানাধীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ করে ইমিগ্রেশন পুলিশ হানা দেয়। বিভিন্ন দোকান তল্লাশি করে পাঁচ জনকে আটক করে, এদের সবাই ওভার স্টেয়ার বা অনিয়মিত অভিবাসী।আটককৃত পাঁচ জনই বাংলাদেশি নাগরিক। অনিয়মিত অভিবাসীদের কাজে রাখার দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে এবারের অভিযানটি ছিল একেবারেই ভিন্ন, রেইডের সময় ইমিগ্রেশন পুলিশের কোনো নিয়মিত ইউনিফর্ম ছিল না, প্রথমে ক্রেতা বেশে দুই জন কর্মকর্তা আসেন পরে কিছুক্ষণের মধ্যেই ডজন খানেক সাদা পোশাকধারী ইমিগ্রেশন পুলিশ পুরো স্ট্রিট ব্লক করে দেয়, তারপর একে একে চলে অভিযান। এনিয়ে চারদিকে আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য গত সপ্তাহে পার্শ্ববর্তী এলাকা হোইটচ্যাপেলে ইমিগ্রেশন অভিযান পরিচালনা করা হয়। এতে বেশ করেকজন অবৈধ অভিবাসীকে আটক করে কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।