সৌদি আরবে ঈদ ১৬ জুন
০৬ জুন ২০২৪, ০৪:০৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামী ১৬ জুন। সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে আগামীকাল শুক্রবার (৭ জুন) জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্যাপিত হবে। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আগামীকাল।
সুত্র: দৈনিক ইনকিলাব