বড় কিছু অর্জনের লক্ষ্য যুক্তরাষ্ট্র মিডফিল্ডারের – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:৩১, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বড় কিছু অর্জনের লক্ষ্য যুক্তরাষ্ট্র মিডফিল্ডারের

editorbd
প্রকাশিত জুন ২৩, ২০২৪
বড় কিছু অর্জনের লক্ষ্য যুক্তরাষ্ট্র মিডফিল্ডারের

ডেস্ক রিপোর্ট: ফিফা র‌্যাঙ্কিং বিবেচনায় কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের পর যুক্তরাষ্ট্র। স্বাগতিক হওয়ায় ঘরের মাঠের বাড়তি সমর্থনও পাওয়ার কথা তাদের। তবু কাগজে-কলমে তাদের নিয়ে উচ্চাশা নেই কোনো। সেসব নিয়ে অবশ্য মাথাব্যথা নেই ইউনুস মুসার। নিজেদের সেরাটা খেলে বড় কিছু অর্জনের লক্ষ্য যুক্তরাষ্ট্র মিডফিল্ডারের। টেক্সাসের এটি এ- টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় বলিভিয়ার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও পানামা। টুর্নামেন্ট শুরুর আগে প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ৫-১ গোলে উড়ে যায় যুক্তরাষ্ট্র। তবে পরের ম্যাচে ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে ব্রাজিলকে রুখে দেয় তারা। ১-১ গোলে ড্র হয় ম্যাচ। ওই ম্যাচে গোলের জন্য ২৫টি শট করে ব্রাজিল। লক্ষ্য বরাবর রাখে ১২টি শট। কিন্তু ১৭ মিনিটে রদ্রিগোর গোলের আগে-পরে আর জালের ঠিকানা খুঁজে নিতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের ঠেকিয়ে দিয়ে কোপা আমেরিকায় ভালো করার প্রেরণা পাঁচ্ছেন মুসা। বলিভিয়ার মুখোমুখি হওয়ার আগে তাই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের সম্ভাবনা নিয়ে ইতিবাচক কথাই বলেন এসি মিলানের মিডফিল্ডার। “একাগ্রতা ও সত্যিকারের জমাট রক্ষণের সঙ্গে সুশৃঙ্খল ফুটবল খেলে আমরা দেখেছি যে, ব্রাজিলের জন্যও আমাদেরকে হারানো কঠিন ছিল। তো এটিকে আমরা নিজেদের শক্তিমত্তা হিসেবে দেখছি এবং সামনে এটি বয়ে নিতে চাই। কারণ এটিই আমাদের সাহায্য করবে।” কাতারে ২০২২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে বাধা পেরিয়ে নক আউটে নাম লিখিয়েছিল যুক্তরাষ্ট্র। স্বাগতিক হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে তারা। এর আগে ঘরের মাঠের কোপা আমেরিকায়ও বড় স্বপ্ন মুসার। “আমরা জানি, বড় কিছু করার সামর্থ্য আমাদের আছে। এখন মাঠে সেটি দেখাতে হবে। আমরা সেটিই করার চেষ্টা করব। ফুটবলার হিসেবে আমরা নিজেদের কাছে বড় কিছুর প্রত্যাশা করি। আমরা সেরা কিছু করতে চাই। টুর্নামেন্টে অনেক দূর যেতে চাই।”

সুত্র:এফএনএস ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।