ফোনের ডিলিট হওয়া ছবি ফিরে পাবেন যেভাবে

Daily Ajker Sylhet

editorbd

১৬ জুলা ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ


ফোনের ডিলিট হওয়া ছবি ফিরে পাবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট: এরকম অনেক সময় হয় যে, আমরা আমাদের মোবাইল থেকে কিছুকিছু ছবি সহজেই ডিলিট করে ভুলে যাই। কিন্তু, অনেক সময় ফটো গুলো ডিলিট করার প্রায় কিছু দিন পর, আবার কিভাবে সেই ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া যাবে তার উপায় খুঁজে থাকি। তাছাড়া অনেক সময় আবার ভুলেও আমাদের মোবাইল থেকে ছবি ডিলিট হয়ে যাওয়াটা স্বাভাবিক। সাধারণ, আমরা সবাই ভাবি যে একবার ছবি ডিলিট করার পর সেগুলো আবার ফিরিয়ে পাওয়াটা অসম্ভব। তবে যদি কারো গুগল অ্যাকাউন্ট থেকে ফটো মুছে ফেলা হয়, তা আবার পুনরুদ্ধার করা সম্ভব। মূলত গুগল ফটোস থেকে ছবি মুছে ফেললে, সেটি স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাশ ফোল্ডারে চলে যায়। এ ক্ষেত্রে ব্যাকআপ রাখা মুছে ফেলা ফটোগুলো ৬০ দিনের জন্য ট্র্যাশে থাকে। আর ব্যাকআপ না করা ফটোগুলো ৩০ দিনের জন্য ট্র্যাশে থাকে। কেবল ট্র্যাশ ফোল্ডারে থাকা ছবি এবং ভিডিওগুলো পুনরুদ্ধার করা যেতে পারে। একবার ট্র্যাশ ফোল্ডারটি খালি করলে, এর বিষয়বস্তু পুনরুদ্ধার করা যাবে না। তবে, কেউ যদি ২ বছর বা তার অধিক সময় গুগল ফটোসে সক্রিয় না থাকে, তাহলে মুছে ফেলা ফটোগুলো পুনরুদ্ধার করতে পারবে না। এক্ষেত্রে, সেই কনটেন্ট সরানো হতে পারে। একইভাবে, কেউ যদি ২ বছর বা তার বেশি সময় ধরে নিজেদের স্টোরেজ সীমা অতিক্রম করে থাকে, তাহলে ফটোসহ সেই সমস্ত কনটেন্টও মুছে ফেলা হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে মুছে ফেলা ছবি ফেরত পাওয়া যায়-
ট্র্যাশ ফোল্ডার চেক: ট্র্যাশ ফোল্ডার থেকে মুছে ফেলা ফটো পুনরুদ্ধার করতে, প্রথমে সেটি খুঁজে বের করতে হবে। এর জন্য, ‘রিস্টোর’ বিকল্পে ক্লিক করতে হবে। ফটোটি ফোন গ্যালারি বা গুগল ফটো লাইব্রেরিতে পুনরুদ্ধার করা হবে।
গুগল সাপোর্ট: কেউ যদি মুছে ফেলা ফটো গুগল ড্রাইভে সেভ করে থাকে, তবে গুগলকে অনুরোধ করা যেতে পারে সেগুলো পুনরুদ্ধার করতে। এর জন্য গুগল ড্রাইভে যেতে হবে এবং হেল্প পেজে ক্লিক করতে হবে। এরপর হেল্প পেজ থেকে ‘মিসিং বা ডিলিট ফাইল’ অপশনে ক্লিক করতে হবে। এরপর একটি পপণ্ডআপ বক্সে দুটি বিকল্প পাওয়া যাবে। প্রথম বিকল্পটি হবে ‘রিকোয়েস্ট চ্যাট’ এবং দ্বিতীয়টি হবে ‘ই-মেইল সাপোর্ট’। এখান থেকে নিজেদের উপযুক্ত একটি বিকল্প সিলেক্ট করতে হবে। তবে এ ক্ষেত্রে কেন গুগলের প্রয়োজন তা ব্যাখ্যা করতে হবে। যদি এটি সম্ভব হয় তাহলেই গুগল মুছে ফেলা ফটো বা ফাইল পুনরুদ্ধার করতে পারে।

আর্কাইভ ফোল্ডারের সাহায্যে: কখনও কখনও লোকেরা ভুলবশত তাদের ফটো সেভ করে এবং মনে করে যে তারা সেগুলো মুছে ফেলেছে। অনুপস্থিত ফটোগুলোর জন্য সেভ ফোল্ডারটি পরীক্ষা করা সহায়ক হতে পারে। কেউ যদি সেভ করা ফোল্ডারে হারিয়ে যাওয়া ফটো খুঁজে পায়, তবে কেবল ‘আনআর্কাইভ’ বিকল্পটি নির্বাচন করতে হবে। এতে ফটোটি গ্যালারিতে পুনরুদ্ধার করা হবে।

সুত্র: এফএনএস ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।