শাস্তি দিতে চায় ইইউ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২৩, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শাস্তি দিতে চায় ইইউ

editorbd
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৪
শাস্তি দিতে চায় ইইউ

লন্ডন অফিস: ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি রাশিয়া সফর করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সে সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন। তবে অরবানের এ সফরকে ভালোভাবে দেখছেন না ইউরোপিয় নেতারা। তারা অরবানকে শাস্তি দিতে চান।

আর সেই শাস্তি হিসেবে ইউরোপিয় নেতারা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ইইউ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন ঠেকিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। হাঙ্গেরিতে অনুষ্ঠেয় ওই সম্মেলনের পরিবর্তে একই সময়ে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছেন ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠেয় সম্মেলনটি বয়কট করা সম্ভব হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।