জবাইয়ের সময় পশু-পাখির মাথা আলাদা হলে খাওয়া যাবে

Daily Ajker Sylhet

editorbd

০২ সেপ্টে ২০২৪, ০৪:১৭ অপরাহ্ণ


জবাইয়ের সময় পশু-পাখির মাথা আলাদা হলে খাওয়া যাবে

ডেস্ক রিপোর্ট: জবাইকৃত প্রাণীর মাথা কেটে বিচ্ছিন্ন হয়ে যায় এভাবে জবাই করা মাকরূহ। কেননা এতে প্রাণীকে প্রয়োজন অতিরিক্ত কষ্ট দেওয়া হয়। অবশ্য মাকরূহ হলেও জবাইকৃত প্রাণীর গোশত খাওয়া মাকরূহ বা নাজায়েয হয়ে যায় না; বরং তার গোশত খাওয়া হালাল। মুরগি বা অন্যান্য পশু-পাখির জবাই সহীহ হওয়ার জন্য শর্ত হচ্ছে, জবাইকারী মুসলমান কিংবা আহলে কিতাব তথা কোনো আসমানী কিতাবের অনুসারী এবং সুস্থ মস্তিষ্কসম্পন্ন বুঝমান ব্যক্তি হওয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।