কারাগার থেকে পালানোর চেষ্টায় ডিআর কঙ্গোতে নিহত ১২৯ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:২০, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কারাগার থেকে পালানোর চেষ্টায় ডিআর কঙ্গোতে নিহত ১২৯

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৪
কারাগার থেকে পালানোর চেষ্টায় ডিআর কঙ্গোতে নিহত ১২৯

ইন্টারন্যাশনাল ডেস্ক: ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) রাজধানী কিনশাসায় একটি উচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগার থেকে পালানোর চেষ্টার সময় অন্তত ১২৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকো জানান, সোমবার ভোরে সতর্কতামূলক গুলির পর ২৪ জন বন্দি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাকিরা ম্যাকালা কারাগারে ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সোমবার ভোরে কারাগারের কাছাকাছি বসবাসকারী মানুষরা গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। তবে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও পুলিশ বাধা দেয় এবং এলাকায় প্রবেশ বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দা দাদি সোসো বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাত ১টা বা ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত গুলির শব্দ শোনা গেছে। সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং কিছু মানুষ পালিয়েছে। নিরাপত্তা বাহিনী মৃতদেহগুলো সরিয়ে নিচ্ছে।

প্রথমে সরকার দাবি করেছিল, এই ঘটনায় মাত্র দুজন মারা গেছেন। তবে পরে নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার কথা স্বীকার করা হয়। সোমবার সকালে কারাগারের ভেতর থেকে ছড়িয়ে পড়া যাচাই না করা কিছু ভিডিওতে দেখা গেছে, সেখানে মাটিতে পড়ে থাকা নিথর দেহ এবং ভিড়ের মধ্যে মানুষদের সাহায্যের জন্য চিৎকার করতে দেখা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।