কানাডা অফিস:
কানাডার প্রধানমন্ত্রীর ২০২৪ সালের জন্য বিদেশি শিক্ষার্থী প্রবেশে ৩৫ শতাংশ অনুমোদন কমিয়েছে। ১৮ সেপ্টেম্বর বিদেশি কর্মীদের জন্য কঠোর প্রবিধানও ঘোষণা করেছেন তিনি। এই প্রবিধান অনুযায়ী কমছে উচ্চতর আর্থিক সহায়তা, কাজের সময় ও স্নাতকোত্তর কাজের অনুমতি। কঠোর সীমাবদ্ধতায় এগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অস্থায়ী বাসিন্দাদের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং দেশীয় সিস্টেমের অপব্যবহার রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
এএফপির বরাতে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে। জাস্টিন ট্রুডো এক্স ভেরিফায়েড অ্যাকাউন্টে লেখেন, ‘আমরা এ বছর বিদেশি শিক্ষার্থী অনুমোদন ৩৫ শতাংশ কমিয়েছি। আগামী বছর আরও ১০ শতাংশ কমানো হবে। অভিভাবসন আমাদের অর্থনীতির জন্য সুবিধাজনক, তবে এই সিস্টেম যখন খারাপভাবে ব্যবহার হয় এবং শিক্ষার্থী সেজে সুবিধা নেন, তখন তাতে ফাটল ধরে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।