জোতার গোলে শীর্ষে লিভারপুলের শক্ত অবস্থান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৩৫, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

জোতার গোলে শীর্ষে লিভারপুলের শক্ত অবস্থান

editorbd
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪
জোতার গোলে শীর্ষে লিভারপুলের শক্ত অবস্থান

ডেস্ক রিপোর্ট:

প্রথম মিনিটেই ক্রিস্টাল প্যালেস জাল কাঁপিয়ে ভয় ধরিয়ে দিয়েছিল লিভারপুলকে। অফসাইডে গোলটি বাতিল হওয়ায় স্বস্তি মিলেছিল। তারপর শুরুতে লিড নেয় অলরেডরা, সেটা ধরে রেখে জয়ও পেয়ে গেছে তারা। ডিওগো জোতার একমাত্র গোলে সেলহার্স্ট পার্কে দারুণ জয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো লিভারপুল।

১-০ গোলের জয়ে ম্যানসিটিকে চার পয়েন্টে পেছনে ফেলেছে আর্নে স্লটের শিষ্যরা। আন্তর্জাতিক বিরতির আগে সিটিজেনদের কাছে শীর্ষস্থান হারানোর কোনও শঙ্কা নেই। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট লিভারপুলের। এক ম্যাচ কম খেলা ম্যানসিটি ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ব্যবধান কমাতে রবিবারই তারা ফুলহ্যামকে স্বাগত জানাচ্ছে। প্যালেস মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে লিভাপুলের জালে বল জড়ায়। ইসমাইলা সারের বাড়ানো বলে এডি এনকেতিয়াহ গোলমুখ খুলেছিলেন। কিন্তু অফসাইডে ছিলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।