চিনির আমদানি শুল্ক অর্ধেক কমাল এনবিআর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:১০, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

চিনির আমদানি শুল্ক অর্ধেক কমাল এনবিআর

editorbd
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪
চিনির আমদানি শুল্ক অর্ধেক কমাল এনবিআর

অনলাইন ডেস্ক:

চিনির বাজার স্থিতিশীল রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির আমদানি শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর ফলে প্রতি কেজি অপরিশোধিত চিনিতে ১১ টাকা ১৮ পয়সা এবং পরিশোধিত চিনিতে ১৪ টাকা ২৬ পয়সা আমদানি খরচ কমবে বলে এনবিআর জানিয়েছে।

‘চিনির আমদানি পর্যায়ে শুল্ককরাদি হ্রাস বিষয়ে’ শিরোনামে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈশ্বিক যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার ফলে বাংলাদেশি মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন, সাম্প্রতিক ছাত্র–জনতার অভ্যুত্থান এবং বন্যা পরিস্থিতির কারণে শিশুখাদ্যসহ কতিপয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক পরিস্থিতি বিশ্লেষণপূর্বক কর ছাড়ের মাধ্যমে চিনির বাজারদর সহনীয় ও স্থিতিশীল রাখার উদ্যোগ গ্রহণ করে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০% থেকে কমিয়ে ১৫% নির্ধারণ করেছে।’

এর ফলে চিনির কেজিপ্রতি মূল্য কমপক্ষে শুল্ক হ্রাসের সমপরিমাণ কমে আসবে। পাশাপাশি অবৈধ পথে চিনির চোরাচালান নিরুৎসাহিত হবে এবং বৈধ উপায়ে আমদানি বাড়বে বলে জাতীয় রাজস্ব বোর্ড মনে করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।