লন্ডন অফিস:
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দকৃত সম্পদের সহায়তায় ইউক্রেনকে ২৯৪ কোটি মার্কিন ডলার ঋণ দেবে যুক্তরাজ্য । অস্ত্র ক্রয় ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনঃনির্মাণের জন্য শিল্পোন্নত দেশের সংগঠন জি সেভেনের বৃহত্তর ঋণ প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য মূলত এই সহায়তা দেওয়া হচ্ছে। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি পথ অতিক্রমে সক্ষম ড্রোনের উন্নতিসাধনেও এই অর্থ ব্যবহৃত হতে পারে।
লন্ডনে দুসপ্তাহ আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনায় জি সেভেন ঋণ প্রকল্পে ব্রিটেনের হিস্যার বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছেন হেইলি। এছাড়া ইতালিতে অনুষ্ঠিত জি সেভেনের প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনেও এই বিষয়ে আলোচনা হয়েছে।
রাশিয়ার গভীরে হামলা করতে সক্ষম ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ‘স্টর্ম শ্যাডো’ কেনার জন্য বরাদ্দকৃত অর্থ ব্যবহার করতে ইউক্রেনকে অনুমতি দেওয়া হবে কিনা, এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি হেইলি। বরং সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আরও বেশি পথ অতিক্রমে সক্ষম দূরপাল্লার ড্রোন তৈরির দক্ষতা দ্রুত অর্জন করছে তারা (ইউক্রেন)। বরাদ্দকৃত অর্থ কোথায় কীভাবে খরচ হবে ও কোন অস্ত্র তাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সে ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করব।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।