প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

Daily Ajker Sylhet

editorbd

০৪ নভে ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ণ


প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

অনলাইন ডেস্ক:

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের কারণে আজ সোমবার তাঁদের অব্যাহতি দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে অব্যাহতির বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) ইনামুল হক সাগর। তিনি বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের কারণে ৪০ তম ক্যাডেট ব্যাচে প্রশিক্ষণরত ৫৮ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এর আগে গত ২২ অক্টোবর প্রথম দফায় ২৫২ জন ও ২৫ অক্টোবর ২য় দফায় ৫৯ জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়। ক্লাসে শৃঙ্খলার সঙ্গে না বসে হইচই করার অভিযোগে সম্প্রতি এসব এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

সারদায় প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতিসারদায় প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি
পুলিশ একাডেমির তথ্যমতে, ৪০ তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর এই ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।