ডেস্ক রিপোর্ট:
সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সাড়ে ৮টায়। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে তা দেরিতে হচ্ছে।
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগার উইকেট খুব বেশি কঠিন না হলেও বাংলাদেশের ব্যাটারদের সংগ্রাম করতে হয়েছে। দুই ইনিংসেই ব্যাটাররা রান করতে ব্যর্থ হয়েছেন। যার ফলে বড় ব্যবধানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। আজ শনিবার রাতে জ্যামাইকাতে অ্যান্টিগার চেয়েও বাংলাদেশের ব্যাটারদের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। উইকেটে স্বাভাবিক ভাবেই থাকবে পেসারদের রাজত্ব। ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যে অপরিবর্তিত একাদশ ঘোষণা করেছে।
এদিকে, বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসতে পারে। পেসার শরিফুল ইসলামের বদলে দেখা যেতে পারে নাহিদ রানাকে। জ্যামাইকার গতিময় ও বাউন্সি উইকেটের সুবিধা কাজে লাগাতেই নাহিদ রানার আগমন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।