কানাডা অফিস:
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কানাডা থেকে আসা সকল পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এমন হুঁশিয়ারির পরই যুক্তরাষ্ট্রে ছুটে আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ৩০ নভেম্বর ফ্লোরিডায় মার–এ–লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে দেখা করেন তিনি।
সেখানেই ট্রাম্প বলেছেন, কানাডা যেন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়। ফক্স নিউজ জানিয়েছে, শুল্ক নিয়ে ট্রুডোর উদ্বেগ প্রকাশের পরেই ট্রাম্প মজার ছলে এমন মন্তব্য করেছেন। তবে ট্রাম্প কৌতুক করে এমন মন্তব্য করলেও কানাডায় কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন মন্তব্য যে আসলেই মজার ছলে করেছেন তা বোঝার চেষ্টা করছে কানাডা। কানাডা ৫১তম অঙ্গরাজ্য-এ নিয়ে সীমান্তের উভয় পাশেই মাঝেমধ্যে আলোচনা হয়। কেউ কানাডাকে ‘জুনিয়র আমেরিকা’ হিসেবেও উল্লেখ করে।
ফক্স নিউজের বিভিন্ন সূত্র দাবি করেছে, ট্রাম্প যখন কানাডাকে অঙ্গরাজ্য করার কথা বলেন তখন জাস্টিন ট্রুডো ও তার মন্ত্রী হাসবেন কিনা- তা নিয়ে দ্বিধায় পড়েন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।