যুক্তরাষ্ট্র অফিস:
যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চিত হয়ে উঠেছে। চীনা মালিকানাধীন এই জনপ্রিয় অ্যাপটি নিষিদ্ধ করার নতুন আইনের প্রেক্ষিতে এটি তার অন্যতম বৃহৎ বাজার হারাতে বসেছে। ১৭ কোটি আমেরিকান ব্যবহারকারী নিয়ে টিকটক এখন মার্কিন বিচারব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে লড়াই করছে।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া সার্কিটের ফেডারেল আপিল আদালত টিকটকের বিরুদ্ধে একটি আইন বহাল রেখেছে। যার ফলে টিকটকের চীনা মালিক বাইটড্যান্সকে অ্যাপটি একটি অ-চীনা কোম্পানির কাছে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।
আইন অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির মধ্যে বাইটড্যান্স অ্যাপটি বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হবে। এই আইনটি যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার’ উদ্বেগ থেকে তৈরি করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, টিকটক চীনা সরকারের কাছে তথ্য সরবরাহ করতে পারে।
তবে টিকটক বলছে, এই আইন মুক্ত বাকস্বাধীনতার ওপর আঘাত হানছে। টিকটকের মুখপাত্র মাইকেল হিউজেস বলেছেন, এই নিষেধাজ্ঞা আমেরিকান জনগণের প্রতি সরাসরি সেন্সরশিপ এবং ভুল তথ্যের ভিত্তিতে।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU) বলেছে, এটি অনলাইনে বাকস্বাধীনতার জন্য একটি বড় আঘাত এবং বিপজ্জনক নজির সৃষ্টি করবে। সেই সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের আয়ের ওপরও এটি ব্যাপক প্রভাব ফেলতে পারে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।