ডেস্ক রিপোর্ট:
রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতেও বদল এসেছে। বেশিরভাগ পরিচালক বিসিবিতে নেই। নতুন দুই পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদের দু’জনই ক্রীড়া মন্ত্রণালয় থেকে মনোনীত হয়েছেন। দায়িত্ব নেওয়ার পর এই দু’জনকে নানা ভূমিকাতে সরব হতে দেখা গেছে।
কিন্তু হুট করে তাদের মধ্যে চরম দ্বন্দ্ব দেখা যাচ্ছে। বিসিবির সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন ফাহিম। স্বাধীনভাবে কাজ করতে পারছেন না এমন দাবি করে পদত্যাগের হুমকিও দিয়েছেন তিনি।
এসব আলোচনা নিয়ে গণমাধ্যমে দুই পক্ষই নানা মত দিয়েছেন। নাজমুল আবেদীন বলেছেন, ‘আমি বোর্ডের বাইরে থেকে যে ভূমিকা রাখতে পারি বা যে আলাপ-আলোচনা করতে পারি, সেটি এখানে থেকে করা সম্ভব নয়।
যদি বোর্ডে থাকি তাহলে কাজ করতে দিতে হবে। না করতে পারলে তার চেয়ে বাইরে থাকাই ভালো।’ এরপর রবিবার দুপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দাবি করেন, তাদের দ্বন্দ্ব মিটমাট হয়ে গেছ।
দুই জনের এই দ্বন্দ্ব নিয়ে সাবেক পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন সোমবার খোঁচা মেরে বলেছেন, ‘একটা ঘটনা দেখলাম ফারুক ভাই এবং ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব। এটা ব্যথা দেয়, দুজনেই সাবেক ক্রিকেটার।
তাদের কেন ইগোর প্রবলেম হবে, তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছে এবং তারা যখন আসে তাদের অনেক কমিটমেন্ট দেখেছি।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।