তামিমের ব্যাপারে কী সিদ্ধান্ত হলো - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:০২, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

তামিমের ব্যাপারে কী সিদ্ধান্ত হলো

editorbd
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫
তামিমের ব্যাপারে কী সিদ্ধান্ত হলো

ডেস্ক রিপোর্ট :

২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম ইকবাল। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ফিরলেও দুটি ওয়ানডে খেলে চলে যান জাতীয় দলের বাইরে।

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নিলেও এখনও টেস্ট ও ওয়ানডের সঙ্গে আছেন বাঁহাতি এই ওপেনার। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়ার আশা করছে বিসিবি।

তার মতামত জানতেই বুধবার তার সঙ্গে সভায় বসেছিলো নির্বাচক কমিটি। যদিও সভাতে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দুই একদিনের মধ্যেই তামিমের খেলা না খেলার ব্যাপারে জানা যাবে বললেন সাবেক এই অধিনায়ক।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল আগামী ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। এই কারণেই তামিমের মতামত জানা জরুরি নির্বাচকদের জন্য। বেশ সময় ধরেই দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও সিদ্ধান্ত কিছুই আসেনি। এ প্রসঙ্গে গণমাধ্যমকে লিপু বলেছেন, ‘কোনও আলোচনাতেই কিন্তু সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না।

এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। আমাদের উপর বোর্ড আছে। আমরা বোর্ডের তরফ থেকে এসেছি, আমাদের তরফ থেকে কোনও অসুবিধা নেই। একটা জিনিস খেয়াল রাখতে হবে, একজন খেলোয়াড়ের ক্ষেত্রে ক্রিকেটে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, পরিবার, বন্ধু-বান্ধব কিংবা হতে পারে তার প্রিয় কোচের সঙ্গে আলাপ আলোচনার ব্যাপার থাকে।

একটু সময় নেওয়ার ব্যাপার তো এসেই যায়। আমাদের যেহেতু ১২ তারিখে দল ঘোষণা করতে হবে। তার আগেই বোর্ডের কাছে দল দিতে হবে। আমাদের কাছে মনে হয়েছে যথেষ্ট সময় আছে। তাড়াহুড়ো করার কিছু নেই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।