ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাজি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৫৭, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাজি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

editorbd
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫
ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাজি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

লন্ডন অফিস:

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেদে জানিয়েছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে শুক্রবার (১০ জানুয়ারি) তিনি জোর দিয়ে বলেছেন, গ্রিনল্যান্ডের স্বাধীনতা ও স্বশাসনের প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। এর আগে তিনি গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণকে ‘একটি অপরিহার্যতা’ বলে উল্লেখ করেছেন। ট্রাম্প সামরিক বা অর্থনৈতিক উপায়ে, এমনকি ডেনমার্কের ওপর শুল্ক আরোপের মাধ্যমেও এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা উড়িয়ে দেননি।

কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে, ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে এগেদে বলেন, না, তবে আমরা আলোচনায় প্রস্তুত।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন একই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বৃহস্পতিবার জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকের অনুরোধ করা হয়েছে। তবে সেটি তার শপথ গ্রহণের আগে হওয়ার সম্ভাবনা কম।

গ্রিনল্যান্ডে প্রায় ৫৭ হাজার মানুষ বাস করে। ১৯৫৩ সাল পর্যন্ত ডেনমার্কের একটি উপনিবেশ ছিল। বর্তমানে এটি একটি স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল। ২০০৯ সালে একটি গণভোটের মাধ্যমে স্বাধীনতার দাবি করার অধিকার লাভ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।