চীনে ইউরেনিয়ামের নতুন মজুতের সন্ধান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩৬, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

চীনে ইউরেনিয়ামের নতুন মজুতের সন্ধান

editorbd
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫
চীনে ইউরেনিয়ামের নতুন মজুতের সন্ধান

সাউথ এশিয়া ডেস্ক:

চীনে ইউরেনিয়াম নতুন একটি মজুতের সন্ধান পাওয়া গেছে। এর ফলে দেশটির ইউরেনিয়াম রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বাড়াবে। শুক্রবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চায়না জিওলজিকাল সার্ভে (সিজিএস) এ ঘোষণা দিয়েছে।

২০২১ সাল থেকে, চীন দেশব্যাপী ইউরেনিয়াম অনুসন্ধানের গতি বাড়িয়ে আসছে। নতুন মজুতটি অরদোস বেসিনের চিংছুয়ান এলাকায় পাওয়া গেছে।

অরদোস বেসিন চীনের মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি প্রাকৃতিক গ্যাস, কয়লা, মিথেন এবং তেল সম্পদে সমৃদ্ধ। নতুন খনিজ সমৃদ্ধ আকরিকগুলো বেসিনটির বালু-পাথরের মধ্যে পাওয়া গেছে।

সিজিএস জানিয়েছে, এ ধরনের বিশেষ বালুপাথর চীনজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব চীনের অরদোস বেসিনেই এ ধরনের বালি আছে প্রায় ২ লাখ বর্গকিলোমিটার জুড়ে। তারিম বেসিন, জুনকার এবং সংলিয়াও বেসিনের মতো অনেক জায়গায়ও এটি পাওয়া যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।