ডেস্ক রিপোর্ট:
আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টিবর্ষণ করেন। গর্ভাশয়ে যা থাকে, তা তিনি জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত।’ (সুরা লুকমান, আয়াত: ৩৪)
ভবিষ্যৎ অদৃশ্য। অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না।
পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘বলুন (হে নবি), আকাশ ও পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের খবর জানে না। তারা জানে না যে, তারা কখন পুনরুজ্জীবিত হবে।’ (সুরা নামল, আয়াত: ৬৫)
অন্য আয়াতে বলা হয়েছে, ‘তার কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে। এগুলো তিনি ব্যতীত কেউ জানে না। জলে ও স্থলে যা রয়েছে, তিনিই জানেন। কোনো পাতা ঝরে না; কিন্তু তিনি তা জানেন।’ (সুরা আনআম, আয়াত: ৫৯)
জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী: কখনো জ্যোতিষীদের কথাকে সত্য বলে মনে হয়, এর বাস্তবতা আসলে কী, এটাও মহানবী (সা.) বলে দিয়েছেন। হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, ‘লোকেরা একবার রাসুলুল্লাহ (সা.) কে জ্যোতিষীদের সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি বললেন, তারা যা বলে তা কিছুই (বাস্তব) নয়। লোকেরা পুনরায় বলল, হে আল্লাহর রাসুল! তারা কখনো কখনো আমাদের কাছে এমনকিছু বলে, যা সত্য হয়ে যায়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।