খেরসনে বেসামরিকদের লক্ষ্য করে রাশিয়ার ‘ড্রোন সন্ত্রাস’ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:০৪, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

খেরসনে বেসামরিকদের লক্ষ্য করে রাশিয়ার ‘ড্রোন সন্ত্রাস’

editorbd
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
খেরসনে বেসামরিকদের লক্ষ্য করে রাশিয়ার ‘ড্রোন সন্ত্রাস’

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দক্ষিণ ইউক্রেনের খেরসনে রুশ ড্রোন আক্রমণে বেসামরিকদের ওপর চরম ত্রাস চলছে। সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে ড্রোন হামলার সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে অন্তত ১৬ জন নিহত এবং ১৪৪ জন আহত হয়েছেন।

খেরসনের ডেপুটি মেয়র আন্তন ইয়েফানোভ বলেছেন, রুশ বাহিনী খেরসনে কেবল সন্ত্রাস চালাচ্ছে না, তারা বেসামরিকদের ওপর প্রশিক্ষণ নিচ্ছে। রুশ সেনারা ড্রোনের মাধ্যমে বেসামরিক যানবাহন ও জনপরিবহন লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

ডিসেম্বর ও নভেম্বর মাসে রুশ ড্রোন হামলা শহরের গভীরে প্রবেশ করেছে এবং সামাজিক ও গণপরিবহনের ওপর আক্রমণ বাড়িয়েছে। এই সময়কালে, ড্রোন হামলার কারণে শহরের আঘাতের ৬০ শতাংশ ঘটনা ঘটেছে, যা আগে ছিল মাত্র ৫ শতাংশ।

খেরসনের জনসংখ্যা যুদ্ধের আগে ছিল ৩ লাখ ২০ হাজারের বেশি। এখন তা নেমে এসেছে মাত্র ৮৩ হাজারে। যুদ্ধের কারণে শহরটিতে জন্মহার কমেছে। ডিসেম্বরে মাত্র ১৫ জন শিশু জন্ম নেয়, যেখানে ২৫৬ জন মারা যায় এবং ৩১১ জন শহর ছেড়ে চলে যান।

২২ বছর বয়সী মারিয়া তার নবজাতক সন্তান ইভানের কথা বলতে গিয়ে বলেন, আমার পাঁচ বছরের মেয়ে বলে, ‘মা, দেখো, ড্রোন গুঞ্জন করছে।’ শিশুরাও এখন সব বুঝে। আমরা একধরনের বন্দি জীবন কাটাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।