ডেস্ক রিপোর্ট:
সিঁথি বড় হয়ে যাওয়া ও মাথার সামনের অংশে টাক পড়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। একই জায়গায় বারবার সিঁথি করার কারণে নির্দিষ্ট অংশের চুল সরে যেতে পারে। আবার চুল পড়ে যাওয়ার কারণেও মাথার সামনের অংশ ফাঁকা দেখাতে পারে। এমন পরিস্থিতিতে ফাঁকা অংশে নতুন চুল গজাতে ঘরোয়া কিছু টিপস মেনে দেখতে পারেন।
আঙুলের ডগার সাহায্যে নিয়মিত ম্যাসাজ করুন চুলের গোড়া। নারকেল তেল ও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন ম্যাসাজের সময়।
এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে এবং নতুন চুল গজাবে। মাথার ফাঁকা অংশে রসুনের তেল ম্যাসাজ করুন। ধীরে ধীরে নতুন চুল গজাবে।
নজর দিতে হবে খাদ্য তালিকাতেও। বায়োটিন, ভিটামিন ডি ও জিংক সমৃদ্ধ খাবার খান বেশি করে। হেয়ার গ্রো সিরামের নিয়মিত ব্যবহার আপনাকে সাহায্য করে পারে। প্রতিদিন সিরাম ব্যবহারে গজায় নতুন চুল।
তাপপ্রদানকারী যন্ত্র যেমন স্ট্রেইটনার বা হেয়ার ড্রায়ার এড়িয়ে চলুন। এগুলো চুলের বৃদ্ধিকে ধীর করে দেয়। সালফার সমৃদ্ধ পেঁয়াজের রস লাগাতে পারেন মাথার ফাঁকা অংশে। এটি নতুন চুল গজাতে সহায়তা করবে।
ক্যাস্টর অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে। ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ আমন্ড তেল ও ২ টেবিল চামচ তিলের তেল মিশিয়ে নিন। মিশ্রণটি সামান্য গরম করে চুলের গোড়ায় লাগান। ১ ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে নিন
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।