ডেস্ক রিপোর্ট:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আমরা এখনও কোনও ঘোষণা দেইনি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আর্থ উপদেষ্টা বলেন,‘ মহার্ঘ ভাতার ঘোষণা কে দিলো? কে দিয়েছে তা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে এমন প্রস্তাব এলে সিদ্ধান্ত নেবো। মহার্ঘ ভাতা দেবো কী দেবো না, দিলেও-বা তা কত দেবো?’
জানা গেছে, সম্প্রতি সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ।
তবে এরইমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) বাদ দেওয়ার সুপারিশও করা হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।