মার্কিন অর্থমন্ত্রণালয়ের সংবেদনশীল তথ্য ঘাঁটার সুযোগ পেলো মাস্কের কমিশন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:১৭, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মার্কিন অর্থমন্ত্রণালয়ের সংবেদনশীল তথ্য ঘাঁটার সুযোগ পেলো মাস্কের কমিশন

editorbd
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫
মার্কিন অর্থমন্ত্রণালয়ের সংবেদনশীল তথ্য ঘাঁটার সুযোগ পেলো মাস্কের কমিশন

যুক্তরাষ্ট্র অফিস:

মার্কিন অর্থমন্ত্রণালয়ের সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস পেয়েছে ইলন মাস্কের সরকারি সক্ষমতা অধিদফতর ( দ্য ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে)। ফলে নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য এখন যাচাই করতে পারবে সংস্থাটি। এই বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক দুই ব্যক্তির বরাতে মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের এই বিশেষ টাস্কফোর্স ফেডারেল কর্মীদের ছাঁটাই, বিভিন্ন সরকারি কর্মসূচি সংকোচন এবং ফেডারেল নিয়মকানুন শিথিলের মাধ্যমে সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে গঠিত হয়েছে। এর দায়িত্বে আছেন ট্রাম্পের উপদেষ্টা ও টেসলা মালিক ধনকুবের ইলন মাস্ক। তাদের নব্যপ্রাপ্ত অধিকারের কারণে করদাতাদের গুরুত্বপূর্ণ তথ্যের উপর বিস্তৃত নিয়ন্ত্রণের সুযোগ করে দিতে পারে।

ফেডারেল পেমেন্ট সিস্টেমে সংস্থাটির অ্যাক্সেস পাওয়ার কথা প্রথম জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

ডোজের নতুন অধিকার নিয়ে অর্থমন্ত্রী স্কট বেসেন্টের কাছে পাঠানো এক চিঠিতে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন সিনেটের অর্থ পরিষদের শীর্ষ ডেমোক্র্যাট রন ওয়াইডেন। তার আশঙ্কা, মাস্কের সংশ্লিষ্টরা পেমেন্ট সিস্টেমে পাওয়া অ্যাক্সেস ব্যবহার করে বিভিন্ন সরকারি কর্মসূচির অর্থ অবৈধভাবে আটকে দিতে পারেন।

এদিকে, প্রায় ৩০ বছরের চাকরিজীবনের অবসান ঘটিয়ে ভারপ্রাপ্ত উপঅর্থমন্ত্রী ডেভিড লেব্রিক স্বেছায় পদত্যাগের পরই ডোজের নতুন অধিকারের খবর চাউড় হয়। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ডোজের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস পাওয়ার অনুরোধ করলে পদত্যাগ করেন লেব্রিক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।