বিদ্যুতের পুরোটাই চায় বাংলাদেশ
১১ ফেব্রু ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ

সাউথ এশিয়া ডেস্ক:
ঢাকার এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
তিন মাসেরও বেশি সময় ধরে সরবরাহ কম থাকায় এবং শীতকালে কম চাহিদা ও অর্থ পরিশোধ সংক্রান্ত বিরোধের কারণে আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে এসেছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাক্ষরিত ২৫ বছরের চুক্তির আওতায় আদানি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ২ বিলিয়ন ডলারের প্লান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। এই প্লান্টের দুটি ইউনিট রয়েছে, প্রতিটির ক্ষমতা ৮০০ মেগাওয়াট।
অক্টোবর ৩১ তারিখে আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেয়, কারণ বাংলাদেশ বৈদেশিক মুদ্রার সংকটে অর্থ পরিশোধে দেরি করছিল। এরপর নভেম্বর ১ তারিখে একটি ইউনিট বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে বাংলাদেশ আদানিকে জানায়, শুধুমাত্র অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যেতে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, তারা আদানিকে মাসে ৮৫ মিলিয়ন ডলার পরিশোধ করছে এবং এখন কোম্পানিকে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করতে বলেছে।