বিদ্যুতের পুরোটাই চায় বাংলাদেশ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৮, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বিদ্যুতের পুরোটাই চায় বাংলাদেশ

editorbd
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫
বিদ্যুতের পুরোটাই চায় বাংলাদেশ

Manual6 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

Manual6 Ad Code

ঢাকার এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

Manual6 Ad Code

তিন মাসেরও বেশি সময় ধরে সরবরাহ কম থাকায় এবং শীতকালে কম চাহিদা ও অর্থ পরিশোধ সংক্রান্ত বিরোধের কারণে আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে এসেছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাক্ষরিত ২৫ বছরের চুক্তির আওতায় আদানি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ২ বিলিয়ন ডলারের প্লান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। এই প্লান্টের দুটি ইউনিট রয়েছে, প্রতিটির ক্ষমতা ৮০০ মেগাওয়াট।

Manual1 Ad Code

অক্টোবর ৩১ তারিখে আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেয়, কারণ বাংলাদেশ বৈদেশিক মুদ্রার সংকটে অর্থ পরিশোধে দেরি করছিল। এরপর নভেম্বর ১ তারিখে একটি ইউনিট বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে বাংলাদেশ আদানিকে জানায়, শুধুমাত্র অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যেতে।

Manual8 Ad Code

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, তারা আদানিকে মাসে ৮৫ মিলিয়ন ডলার পরিশোধ করছে এবং এখন কোম্পানিকে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করতে বলেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code