রুশ কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন মার্কিন শিক্ষক
১২ ফেব্রু ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র অফিস:
রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়ে মার্কিন স্কুলশিক্ষক মার্ক ফোগেল দেশে ফিরেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুক্তির বিনিময়ে তেমন কিছুই পাননি। বুধবার আরেকজন আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে। তবে তার নাম প্রকাশ করেননি তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
৬৩ বছর বয়সী মার্ক ফোগেল একজন সাবেক কূটনীতিকও। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণ করেন তিনি। এরপর তিনি হোয়াইট হাউজে যান। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেছেন, ফোগেলের মুক্তি রাশিয়ার সাথে একটি বিনিময় চুক্তির অংশ হিসেবে আলোচনা করা হয়েছে। তবে রাশিয়া এই মুক্তি সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
হোয়াইট হাউজে ফোগেলের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমার কাছে তাকে বেশ ভালোই দেখাচ্ছে। তিনি সাংবাদিকদের বলেন, এই মুক্তি রাশিয়ার পক্ষ থেকে ভালো বিশ্বাসের প্রকাশ এবং এটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ করার একটি বড় ও গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।
ট্রাম্প বলেন, রাশিয়া আমাদের সাথে খুব ভালো আচরণ করেছে। আসলে, আমি আশা করি এটি একটি সম্পর্কের সূচনা, যেখানে আমরা সেই যুদ্ধ শেষ করতে পারি এবং লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি।