রুশ ড্রোনে পশ্চিমা উপকরণ

Daily Ajker Sylhet

editorbd

১২ ফেব্রু ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ


রুশ ড্রোনে পশ্চিমা উপকরণ

সাউথ এশিয়া ডেস্ক:

রুশ সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ পশ্চিমা উপকরণ চোরাচালানের কেন্দ্রস্থল হয়ে উঠেছে চীন। এগুলো ব্যবহার করে মস্কোর সামরিক ড্রোন তৈরির অন্যতম সহায়ক হয়েছে বেইজিং। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত এস্তোনিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সামরিক বাহিনীর প্রায় ৮০ শতাংশ উপকরণ চীন থেকে এসেছে। এর আগে ইউক্রেনের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধারকৃত রুশ সামরিক সরঞ্জাম যাচাই করে তারা নিশ্চিত হয়েছে যে, অন্তত ৬০ শতাংশ উপকরণ চীন পাঠিয়েছে।

এস্তোনিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার জন্য উচ্চ প্রযুক্তি এবং দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণ আমদানির প্রাথমিক কেন্দ্র হচ্ছে চীন। তারা কৌশলে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ক্রেমলিনকে সহায়তা করছে।

এক ভিডিও কলে গোয়েন্দা সংস্থার পরিচালক কাউপো রোসিন বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে গেলে তা হবে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের জয়।

এজন্যই মস্কোর পরাজয় ঠেকানোতেই বেইজিংয়ের প্রধান স্বার্থ নিহিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।