ওয়ার্ল্ড জার্নালিষ্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা-২০২৫” মনোনীত লে. জাফর ইমাম – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১০, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ওয়ার্ল্ড জার্নালিষ্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা-২০২৫” মনোনীত লে. জাফর ইমাম

banglanewsus.com
প্রকাশিত মার্চ ৬, ২০২৫
ওয়ার্ল্ড জার্নালিষ্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা-২০২৫” মনোনীত লে. জাফর ইমাম

Manual8 Ad Code

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

Manual8 Ad Code

মহান স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ওয়ার্ল্ড জার্নালিষ্টস ক্লাব ( World Journalists Club) এর পক্ষ থেকে ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল জাফর ইমাম ( অব:) বীর বিক্রম কে ” স্বাধীনতা সম্মাননা -২০২৫” এ মনোনীত করা হয়েছে।

জাফর ইমাম ১০ ডিসেম্বর ১৯৪৭ সালে ফেনী জেলায় জন্ম গ্রহন করেন। তার পৈত্রিক বাড়ি ফেনী পৌরসভার মিজান রোডে,তবে গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামে। বাবার নাম শেখ ওয়াহিদুল্লাহ চৌধুরী এবং মাতার নাম আজমেরি বেগম,স্ত্রীর নাম নুরমহল বেগম। তাদের কোন সন্তান নেই। জাফর ইমাম এর ডাক নাম হুমায়ুন।

Manual5 Ad Code

ঈদুল ফিতরের পরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উনাকেসম্মাননায় ভূষিত করা হবে। মহান স্বাধীনতা যুদ্ধে উনার আরও বিশেষ অবদান নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আগামীর প্রতিবেদনে।

ওয়ার্ল্ড জার্নালিষ্টস ক্লাব মহান স্বাধীনতা যুদ্ধে উনার বিশেষ অবদান কে যথাযথ সম্মান জানাতে উনাকে স্বাধীনতা সম্মাননা -২০২৫ এ মনোনীত করেছে। আমরা গর্বিত জাতির এই শ্রেষ্ঠ সন্তান কে সম্মান জানাতে পেরে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code