এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ জারি

Daily Ajker Sylhet

newsuk

২১ মার্চ ২০২৫, ০২:৫৬ অপরাহ্ণ


এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ জারি

ডেস্ক রিপোর্ট : নানা মহলের ব্যাপক সমালোচনার মুখেই এডুকেশন ডিপার্টমেন্ট বিলুপ্ত করতে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নানারকম সমালোচনা আর বিরোধীতার মুখেই শেষ পর্যন্ত এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধ করতে নির্বাহী আদেশ জারি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মাধ্যমে রক্ষণশীলদেরকে দেয়া তাঁর একটি পুরনো প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় এডুকেশন ডিপার্টমেন্টের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করার আগে দেয়া বক্তব্যে তারই পুনরাবৃত্তি শোনা যায় ট্রাম্পের কণ্ঠে।

ট্রাম্পের দাবি, শিক্ষায় অ্যামেরিকার তেমন কোনো সাফল্যই নেই। ট্রাম্প বলেন, অকল্পনীয় ব্যর্থতা সত্ত্বেও খুবই কম সময়ের মধ্যে এডুকেশন ডিপার্টমেন্টের বাজেট ৬০০ শতাংশ বাড়ানো হয়েছে। বছরের পর বছর বিপুল অর্থ অপচয় কোরে আসা একটি ডিপার্টমেন্টকে আর চলতে দেয়া যায় না বলে মন্তব্য করেন ট্রাম্প।

প্রেসিডেন্ট জানান, এডুকেশন ডিপান্টমেন্টের কাজগুলো স্টেইটের হাতেই থাকার কথা ছিলো এবং সেখানেই তা ফিরিয়ে দেয়া হবে। এতে করে কাঙ্খিত সাফল্য আসবে বলে বিশ্বাস করেন তিনি। স্টেইটগুলোর কাছে দায়িত্ব ফিরিয়ে দেয়ার ফলে দারুণ কিছু ঘটবে বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্প জানান, ডিপার্টমেন্টটি বন্ধ করতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেবে তাঁর প্রশাসন। প্রেসিডেন্ট আরো বলেন, তাঁর এমন পদক্ষেপে অনেক স্টেইটের গভর্নরও খুশি।

ট্রাম্পের নির্বাহী আদেশে এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হবে। তবে, কংগ্রেসের আইন প্রণয়ন ছাড়া ডিপার্টমেন্টটি বিলুপ্ত করতে পারবেন না তিনি। ৫৩-৪৭ ব্যবধানে সেনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, একটি ক্যাবিনেট পর্যায়ের এজেন্সি বিলুপ্ত করার মতো বড় আইন পাস করতে নুন্যতম ৬০ ভোট প্রয়োজন। ফলে সাতজন ডেমোক্র্যাটের সমর্থন লাগবে, যা আদায় করা খুবই কঠিন হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।