ডেমোক্র্যাটদের ব্যর্থনীতি মানুষের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়: হাউয স্পিকার
২৫ মার্চ ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : হাউয স্পিকার মাইক জনসন বলেছেন, ডেমোক্র্যাটদের বিরোধীতার পরও, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ‘অ্যামেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকবে রিপাবলিকানরা। ডেমোক্র্যাটরা তাদের ব্যর্থনীতি বাস্তবায়নে বারবার প্রচেষ্টা চালাচ্ছে দাবি করে এর তীব্র সমালোচনা করেন লুইযিয়ানার এই রিপাবলিকান কংগ্রেসম্যান। ডেমোক্র্যাটদের বিরোধীতার পরও, সরকারের আংশিক অচলাবস্থা এড়ানোর বিল পাসে তৎপর হাউয স্পিকার মাইক জনসন। ডেমোক্র্যাটদের নীতিগত ব্যর্থতার কথা তুলে ধরে ফক্স নিউযে কথা বলেন লুইযিয়ানার এই রিপাবলিকান কংগ্রেসম্যান।
তার দাবি, বারবার ব্যর্থনীতি বাস্তবায়নের প্রচেষ্টা চালালেও, ডেমোক্র্যাটদের নীতি গ্রহণযোগ্যতা পায়নি। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ‘অ্যামেরিকা ফার্স্ট’ নীতিবাস্তনে রিপাবলিকানরা ঐক্যবদ্ধ বলে জানান স্পিকার জনসন। ডেমোক্র্যাটদের বিরোধীতার কারণে দেশের মানুষের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন উদ্যোগ কিছুটা বাধাগ্রস্থ হলেও, লক্ষ্যপূরণে রিপাবলিকানরা শেষ পর্যন্ত সফল হবে বলে দাবি করেন হাউয স্পিকার।ডেমোক্র্যাটদের ব্যর্থনীতিই নির্বাচনে তাদের ভরাডুমির মূল কারণ। সেই ব্যর্থ নীতি নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া ভালো উদ্যোগকে বাধাগ্রস্থ করার প্রচেষ্টা ডেমোক্র্যাটরা চালানোয় বিস্মিত হয়েছেন এই রিপাবলিকান আইনপ্রনেতা।
এদিকে, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন উদ্যোগের নেতিবাচক দিক তুলে ধরতে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করছেন ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্তেযকে নিয়ে ‘ফাইট দ্য অলিগার্কি’ সফরে বেশ সাড়া পেয়েছেন বার্নি স্যান্ডার্স। তবে ফক্স নিউযকে তার প্রচারসঙ্গীকে নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারিয়েছেন স্বতন্ত্র এই সেনেটর। এওসি’কে নিয়ে করা প্রশ্নের উত্তর না দিয়েই সাক্ষাৎকার থেকে বেরিয়ে যান বার্নি। ফক্স নিউযের উপস্থাপককে অর্থহীণ প্রশ্নের জন্য তিরস্কারও করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তার এমন আচরণ বেশ আলোচনার জন্ম দিয়েছে।