জাদুটোনা করতে চান ক্যারিয়ারের দারুণ সময় পার করা তামান্না ভাটিয়া

Daily Ajker Sylhet

newsup

১৩ এপ্রি ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ণ


জাদুটোনা করতে চান ক্যারিয়ারের দারুণ সময় পার করা তামান্না ভাটিয়া

ডেস্ক রিপোর্ট

ক্যারিয়ারের দিক থেকে দারুণ সময় পার করছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তবে ব্যক্তিগত জীবন ভালো যাচ্ছে না। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদ নিয়ে এখন জোর চর্চায় তিনি। সম্প্রতি ‘ওডেলা ২’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে জীবনের কঠিন সময় নিয়ে কিছু কথা বললেন তামান্না।

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ গেইটিতে মুক্তি পেয়েছে ‘ওডেলা ২’-এর হাড় হিম করা ট্রেলার। তেলেগু ছবিটি হিন্দিতেও মুক্তি পেতে চলেছে। আধিভৌতিক ছবিটির ট্রেলার মুক্তির পর সংবাদ সম্মেলনে তামান্না ভাটিয়া নিজের জীবনের কঠিন সময় নিয়ে কথা বললেন। কঠিন সময়কে কীভাবে সামলান?

‘ওডেলা ২’ ছবির ট্রেলারে তামান্নাকে তন্ত্রমন্ত্র করতে দেখা গেছে। এক পাপারাজ্জি প্রশ্ন করেন, বাস্তবে কার ওপর তন্ত্রমন্ত্রবিদ্যা প্রয়োগ করতে চান তিনি? তামান্না মজার সুরে জবাব দেন, ‘এটা তো আপনার ওপর করতে হবে। তাহলে সব পাপারাজ্জি আমার হাতের মুঠোতে চলে আসবে। আর আমি যা বলব, সব পাপারাজ্জি সেটাই শুনবেন।’ ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।