চীনের চাপে ভেঙে যাচ্ছে হংকংয়ের বড় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি

Daily Ajker Sylhet

newsuk

১৪ এপ্রি ২০২৫, ০১:১৭ অপরাহ্ণ


চীনের চাপে ভেঙে যাচ্ছে হংকংয়ের বড় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি

ডেস্ক রিপোর্ট :  চীনের চাপের মুখে ভেঙে যাচ্ছে হংকংয়ের শেষ বড় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। আজ রোববার দলটির নেতাদের এক বিশেষ বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের পাঁচজন জ্যেষ্ঠ নেতা রয়টার্সকে জানিয়েছেন, কয়েক মাস ধরে দল ভেঙে না দিলে তাঁদের গ্রেপ্তারসহ কঠোর পরিণতির হুমকি দিচ্ছেন চীনের সরকারি কর্মকর্তা বা মধ্যস্থতাকারীরা। ১৯৯৭ সালে যুক্তরাজ্যের অধীন থেকে চীনের শাসনের আওতায় আসে হংকং। এরও তিন বছর আগে ডেমোক্রেটিক পার্টি গড়ে তোলা হয়েছিল। হংকংয়ে একটি গণতান্ত্রিক সংস্কারের জন্য বেইজিংকে চাপ দিতে গণতন্ত্রপন্থী শক্তিগুলোকে জোটবদ্ধ করছিল ডেমোক্রেটিক পার্টি। দলটির প্রধান লো কিন-হেই রয়টার্সকে বলেছেন, দল ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরুর জন্য তিন সদস্যের একটি কমিটি গড়ে তোলার পক্ষে দলের ১১০ সদস্যের ৯০ শতাংশই ভোট দিয়েছেন। তবে কবে নাগাদ দল ভেঙে দেওয়া হবে, তার সুনির্দিষ্ট কোনো দিন উল্লেখ করেননি তিনি। লো কিন-হেই বলেন, ‘আমি আশা করি হংকংয়ের রাজনৈতিক দলগুলো মানুষের জন্য কাজ করে যাবে। আমাদের সব সময় হংকংয়ের মানুষের সেবা করার এবং সমাজের জন্য ভালো কাজ করার প্রত্যাশা ছিল।’

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।