মধ্যরাতে পুলিশের প্রতি এক হাত নিলেন সারজিস আলম? – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৩৮, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মধ্যরাতে পুলিশের প্রতি এক হাত নিলেন সারজিস আলম?

newsup
প্রকাশিত মে ২১, ২০২৫
মধ্যরাতে পুলিশের প্রতি এক হাত নিলেন সারজিস আলম?

ডেস্ক রিপোর্ট

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জকে বিশেষভাবে পুরস্কৃত করায়-ই কি পুলিশের প্রতি এক হাত নিলেন মো.সারজিস আলম ?
গতকাল বুধবার পেশাদারিত্ব ও ধৈর্য্য সহকারে মব নিয়ন্ত্রণ এর অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

গত সোমবার গভীর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করার অভিযোগ উঠে তিন সমন্বয়কের বিরুদ্ধে। রাতেই তিন সমন্বয়ককে আটক করেছিল ধানমন্ডি থানা-পুলিশ।

এসব ঘটনার রেশই কি চটেছন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ? ফেসবুক পোস্টে তিনি লিখেন-

“DMP কমিশনার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকার জন্য পুরস্কৃত করছেন। খুবই ভালো কথা। কিন্তু এই ডিএমপির পুলিশরূপী কিছু ছেচরা চাঁদাবাজ এখনো যে দেদারসে ঘুষ খেয়ে যাচ্ছে, চাঁদাবাজির ভাগ নিচ্ছে, মিথ্যা মামলায় হয়রানি করছে, নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে যাচ্ছে, গ্রেফতার না হতে চাইলে টাকা চাচ্ছে, টাকার বিনিময়ে আসামি ছেড়ে দিচ্ছে; এসব কালপ্রিট পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন?এদের এই রমরমা লেনদেন বাণিজ্য বন্ধ করেন।এবার ধরলে কিন্তু ছাড় নাই।”

 

এখানে উল্লেখ করা যেতে পারে গত সোমবার গভীর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার ঘটনায় এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ কারণ দর্শানো নোটিশ প্রেরণ করেছে সেখানে বলা হয়, “গত মঙ্গলবার ধানমণ্ডি থানার আওতাভূক্ত একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজন ব্যক্তিকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক উক্ত তিনজনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণে অব্যহতি প্রদান করা হয়। এতদ্বসত্ত্বেও, আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন।
উক্ত ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী তিন (০৩) দিনের মধ্য শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। ” ডেস্ক জেবি

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।