বড়লেখায় গর্ভবতী মা ও নবজাতক শিশু সেবা কার্যক্রমের উদ্বোধন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৪৫, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বড়লেখায় গর্ভবতী মা ও নবজাতক শিশু সেবা কার্যক্রমের উদ্বোধন

newsup
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫
বড়লেখায় গর্ভবতী মা ও নবজাতক শিশু সেবা কার্যক্রমের উদ্বোধন

Manual6 Ad Code

মাইকেল নংরুম

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের ৯নং বড়খলা খাসিয়া পুঞ্জিতে আন্তর্জাতিক সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ” পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বড়খলা (বিডি০৪৩২) এর গর্ভবতী মা ও নবজাতক শিশু সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রকল্প অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এলডিএফ) চেয়ারম্যান রেভারেন্ড পাইরিন সুটিংয়ের সভাপতিত্বে এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বড়খলা (বিডি০৪৩২) এর প্রকল্প ব্যবস্থাপক স্টিফেন মারলিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি) এর সিনিয়র ম্যানেজার অফ প্রোগ্রাম সাপোর্ট মাইকেল দে, ম্যানেজার অফ পার্টনারশীপের লাল চুয়াক পাঙখুয়া, ফুড সিকিউরিটি এন্ড লাইভলীহুড প্রোগ্রাম সাপোর্ট স্পেশালিস্ট তিমথী ব্যাপ্টিস্ট, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর বিষু কুমার দাস, সারভাইভাল এন্ড আরলি চাইল্ডহুড প্রোগ্রাম সাপোর্ট স্পেশালিস্ট এলোরিন চুন্নি অধিকারি, হেলথ স্পেশালিস্ট ড: প্রিসিলা খিয়াং প্রমূখ।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন
লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী (পিডিএ) কো-অর্ডিনেটর ডেন্টিনা মারলিয়া, চার্চ অফ গড বড়লেখা-জুড়ীর ইনচার্জ রেভারেন্ড রমিউস খংকাই, ইউপি সদস্য হিফজুর রহমান, বড়খলা বিডি০৪৩২ প্রকল্পের এলসিসি চেয়ারম্যান পিল পালা, বরমচাল বিডি০৪০৬ প্রকল্পের এলসিসি চেয়ারম্যান মৃত্যুন্জয় তালুকদার সহ প্রকল্পের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

পরে প্রধান অতিথি বিশেষ অতিথিদের নিয়ে নতুন চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম (সিএসপি) এক্টিভিটি রুম ও মাতৃদুগ্ধ পান কর্নার ফিতা কেটে উদ্বোধন করেন এবং গর্ভবতী মা ও নবজাতক শিশুর পরিবারের মাঝে মশারী ও নবজাতক ড্রেস শেট বিতরণ করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code