ট্রাম্পের ঘুমের অভ্যাস নিয়ে খোলামেলা মন্তব্য ভ্যান্সের – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩২, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ট্রাম্পের ঘুমের অভ্যাস নিয়ে খোলামেলা মন্তব্য ভ্যান্সের

newsuk
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫
ট্রাম্পের ঘুমের অভ্যাস নিয়ে খোলামেলা মন্তব্য ভ্যান্সের

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : ভ্যান্সের মতে, নিজের চেয়ে ৪০ বছরের কম বয়সী লোকজনের চেয়েও বেশি শক্তি ট্রাম্পের। প্রেসিডেন্টের জীবনশক্তি ‘অবিশ্বাস্য’।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘুমের অভ্যাস নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার মতে, নিজের চেয়ে ৪০ বছরের কম বয়সী লোকজনের চেয়েও বেশি শক্তি ট্রাম্পের। প্রেসিডেন্টের জীবনশক্তি ‘অবিশ্বাস্য’। এনডিটিভি শুক্রবার জানায়, একটি পডকাস্টে কথা বলার সময় ট্রাম্পের সঙ্গে বিদেশ সফরের অভিজ্ঞতা স্মরণ করেন ভ্যান্স।

তিনি বলেন, ’২৩ ঘণ্টার এসব আন্তর্জাতিক সফরের একটিতে আপনি ট্রাম্পের সঙ্গে গেলেন। আপনি সৌভাগ্যবান হলে তিনি দুই ঘণ্টা ঘুমাবেন। ‘আপনার ভাগ্য সুপ্রসন্ন না হলে তিনি এয়ার ফোর্স ওয়ানে ঘোরাফেরা করবেন।‘ ট্রাম্পের এমন অভ্যাসের কথা এর আগেও বলেছেন কয়েকজন। তাদের একজন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড।

Manual6 Ad Code

তুলসির মতে, ট্রাম্প একেবারে ‘ক্লান্তিহীন’। সিএনএনের প্রধান হোয়াইট হাউসে করেসপনডেন্ট কেইটলান কলিন্স জানান, রাতে ঘুমান না ট্রাম্প। তিনি রাতের বেলায় কথা বলার জন্য লোকজনকে কল দেন। একই বিষয় জানিয়ে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেন, ‘আমি জানি না, তিনি এটা কীভাবে করেন। আমি বলতে চাইছি, আমরা কেউই জানি না, তিনি কখন ঘুমান। ‘তিনি সবসময় কাজ করেন এবং এটি তার জন্য ধারাবাহিক।’ বন্ডির মতে, ট্রাম্পের সঙ্গে পাল্লা দিয়ে পারেন না হোয়াইট হাউসের কর্মীরা।

Manual7 Ad Code

৭৯ বছর বয়সী ট্রাম্পের প্রশংসা করে ভ্যান্স বলেন, চলতি মেয়াদে তিনি চার বছরের জন্য অ্যামেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। যতটা বেশি করা যায়, তার নজর সেই দিকে। তিনি আরও বলেন, ‘তবে তিনি আসলেই কম ঘুমান এবং (তারপরও) তার চেয়ে ৪০ বছরের কম বয়সী যে কারোর চেয়ে শক্তি বেশি।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code